ছবি: অনলাইন থেকে সংগৃহীত
সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়েব সিরিজ ‘কালপুরুষ’-এর পোস্টার। পোস্টারে নীচে বাঁদিকে এক জোড়া রক্তাক্ত পা দেখা যায়। এই
পা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে আর একজন মহিলা। তারপর, একটি লাল জ্যাকেট এবং একটু ভিন্ন ধরনের চশমা
পরা একজন লোক চেয়ারে বসে আছে। আর ডানদিকে আরেকজন দাঁড়িয়ে আছে। তার সামনে কিছু রক্তের কণা ছড়িয়ে ছিটিয়ে আছে।
পোস্টারে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফএস নাঈম, তানজিকা আমিন। তাদের পাশাপাশি এই ধারাবাহিকে আরও অনেক
শিল্পীকে দেখা যাবে।
‘কালপুরুষ’ ধারাবাহিকটি পরিচালনা করেছেন সালজার রহমান। সিরিজটি খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম চোরকিতে মুক্তি পাবে।
পরিচালক সালজার রহমান এর আগে বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিও, বিজ্ঞাপন নির্মাণ করেছেন। কিন্তু ওটিটিতে এই
প্রথম কাজ করছি। ধারাবাহিক বা গল্পের ধারণা কীভাবে পেলেন এমন প্রশ্নের জবাবে সালজার বলেন, “অনেক আগে পুরান
ঢাকার একটি ওষুধের দোকানে গিয়েছিলাম। সেখান থেকেই নানা কারণে এই সিরিজের গল্প মাথায় আসে। তারপর, আমি কোভিড –
১৯ এর সময় সিরিজটি লিখেছিলাম।
“কালপুরুষ” গল্পটি সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধারার। দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন কিছু নিয়ে এসেছেন বলে জানান পরিচালক।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত