প্রচার হচ্ছে ‘ঘোরের শত্রু বিভীষণ’

প্রচার হচ্ছে ‘ঘোরের শত্রু বিভীষণ’ ছবি: অনলাইন থেকে সংগৃহীত রোববার থেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ঘোরের শত্রু বিভীষণ’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। মোশাররফ করিম ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, এনিলা তানজুম, আল মনসুর, সুজাত শিমুল, জয়রাজ, মিলন ভট্টাচার্য, রিমি করিম, রোবেনা রেজা জুঁই, শহীদুল্লাহ সবুজ, মিলি মুন্সি, উজ্জল মাহমুদ, আমানুল হক প্রমুখ। . নাটকের গল্পে ইকবাল হোসেন ভূঁইয়া ঢাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী। ইদানীং তিনি রাজনীতিতে বেশ আগ্রহী। তার এলাকায় সবাই তাকে সম্মান করে। ইকবালের তিন ছেলে, দুই মেয়ে, বৃদ্ধা মা ও স্ত্রী। তার বড় ছেলে শাহনেওয়াজ তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। মা’র ছেলে খায়রুল ভূইয়া বাবার সাথে ব্যবসা দেখাশোনা করে। ছোট ছেলে ফয়রুল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। অন্যদিকে ইকবাল তার বড় মেয়ে রাখিকে বিয়ে করেছেন। ছোট মেয়ে সাকি সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আর বাড়ির সবচেয়ে বয়স্ক হলেন ইকবালের বৃদ্ধা মা। সে কিছুটা পাগল। এছাড়া বাড়িতে একজন অসতর্ক কেয়ারটেকার এবং একজন “টিকটোকার” কাজের মেয়ে রয়েছে। পরিবারের সদস্য ও তাদের কর্মকাণ্ড নিয়ে নাটক এগিয়ে যায়। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ‘ঘোরের শত্রু বিভীষণ’। তথ্যসূত্র: ডেইলি সান থেকে সংগৃহীত

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
রোববার থেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত নতুন ধারাবাহিক নাটক
‘ঘোরের শত্রু বিভীষণ’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।
মোশাররফ করিম ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, এনিলা তানজুম, আল মনসুর,
সুজাত শিমুল, জয়রাজ, মিলন ভট্টাচার্য, রিমি করিম, রোবেনা রেজা জুঁই, শহীদুল্লাহ সবুজ, মিলি মুন্সি, উজ্জল মাহমুদ,
আমানুল হক প্রমুখ। .
নাটকের গল্পে ইকবাল হোসেন ভূঁইয়া ঢাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী। ইদানীং তিনি রাজনীতিতে বেশ আগ্রহী। তার
এলাকায় সবাই তাকে সম্মান করে। ইকবালের তিন ছেলে, দুই মেয়ে, বৃদ্ধা মা ও স্ত্রী। তার বড় ছেলে শাহনেওয়াজ তিন বছর
ধরে মানসিক সমস্যায় ভুগছেন। মা’র ছেলে খায়রুল ভূইয়া বাবার সাথে ব্যবসা দেখাশোনা করে। ছোট ছেলে ফয়রুল
বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র।

অন্যদিকে ইকবাল তার বড় মেয়ে রাখিকে বিয়ে করেছেন। ছোট মেয়ে সাকি সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আর বাড়ির
সবচেয়ে বয়স্ক হলেন ইকবালের বৃদ্ধা মা। সে কিছুটা পাগল। এছাড়া বাড়িতে একজন অসতর্ক কেয়ারটেকার এবং একজন
“টিকটোকার” কাজের মেয়ে রয়েছে। পরিবারের সদস্য ও তাদের কর্মকাণ্ড নিয়ে নাটক এগিয়ে যায়।
প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ‘ঘোরের শত্রু বিভীষণ’।
তথ্যসূত্র: ডেইলি সান থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *