মধুচন্দ্রিমায় অনুপম-প্রশ্মিতা

মধুচন্দ্রিমায় অনুপম-প্রশ্মিতা ছবি: অনলাইন থেকে সংগৃহীত ২ মার্চ সাদামাটাভাবে গোপনেই বিয়েটা সারেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও প্রশ্মিতা পাল। বিয়ের পর থেকেই বেশ কাজের চাপ ছিল দুজনেরই। ব্যস্ততার মধ্যে বিয়ের পর মধুচন্দ্রিমা যাওয়ার সময় পাইনি দুজনেই। এতো ব্যস্ততার মধ্যে থেকে ছুটি মিলেছে দুজনেরই। আর সেই ছুটি মিলতেই দুজনেই বিদায় জানিয়েছেন পশ্চিমবঙ্গকে। মধুচন্দ্রিমা উদযাপনে অনুপম ও প্রশ্মিতা গিয়েছেন সুদূর তুরস্কে। অনুপম তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় স্ত্রী প্রস্মিতার সঙ্গে তুরস্ক থেকে ছবি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘তারকিশ হলিডে।’ প্রস্মিতা পরেছিলেন হলুদ স্কার্ট, কালো টপ, চোখে রোদচশমা । অন্যদিকে অনুপম রায় পরেছিলেন হলুদ টি-শার্ট ও জিন্স । অনুপমের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে শুরু হয় একই ঘটনা। যদিও গায়ক কিংবা তাঁর স্ত্রী প্রস্মিতা কোনও ধরনের নেতিবাচক মন্তব্যে কান দেননি। বরং নিজেদের মতো জীবনকে গুছিয়ে নিতে ব্যস্ত তারা। অনুপম-পিয়া ডিভোর্সের ঘোষণা করেন ২০২১ সালে। তারপর ২০২৩-এর নভেম্বরে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া চক্রবর্তী। সেই বিয়ের তিন মাসের মাথাতেই প্রশ্মিতায় ঘর বাঁধেন অনুপম। এটা গায়িকারও দ্বিতীয় বিয়ে এর আগে চিকিৎসক শৌনককে বিয়ে করেছিলেন প্রশ্মিতা, তবে টেকেনি ভালোবাসার সেই বিয়ে।


ছবি: অনলাইন থেকে সংগৃহীত

২ মার্চ সাদামাটাভাবে গোপনেই বিয়েটা সারেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও প্রশ্মিতা পাল। বিয়ের পর
থেকেই বেশ কাজের চাপ ছিল দুজনেরই। ব্যস্ততার মধ্যে বিয়ের পর মধুচন্দ্রিমা যাওয়ার সময় পাইনি দুজনেই। এতো ব্যস্ততার
মধ্যে থেকে ছুটি মিলেছে দুজনেরই। আর সেই ছুটি মিলতেই দুজনেই বিদায় জানিয়েছেন পশ্চিমবঙ্গকে। মধুচন্দ্রিমা উদযাপনে
অনুপম ও প্রশ্মিতা গিয়েছেন সুদূর তুরস্কে।

অনুপম তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় স্ত্রী প্রস্মিতার সঙ্গে তুরস্ক থেকে ছবি দিয়েছেন। তিনি লিখেছেন,
‘‘তারকিশ হলিডে।’ প্রস্মিতা পরেছিলেন হলুদ স্কার্ট, কালো টপ, চোখে রোদচশমা । অন্যদিকে অনুপম রায় পরেছিলেন
হলুদ টি-শার্ট ও জিন্স ।
অনুপমের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে শুরু হয় একই ঘটনা। যদিও গায়ক কিংবা তাঁর স্ত্রী প্রস্মিতা
কোনও ধরনের নেতিবাচক মন্তব্যে কান দেননি। বরং নিজেদের মতো জীবনকে গুছিয়ে নিতে ব্যস্ত তারা।
অনুপম-পিয়া ডিভোর্সের ঘোষণা করেন ২০২১ সালে। তারপর ২০২৩-এর নভেম্বরে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে
করেন পিয়া চক্রবর্তী। সেই বিয়ের তিন মাসের মাথাতেই প্রশ্মিতায় ঘর বাঁধেন অনুপম। এটা গায়িকারও দ্বিতীয় বিয়ে এর
আগে চিকিৎসক শৌনককে বিয়ে করেছিলেন প্রশ্মিতা, তবে টেকেনি ভালোবাসার সেই বিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *