২৪ ঘণ্টায় বৃষ্টিতে ঢাকাসহ আরও ছয় বিভাগ ভিজবে

২৪ ঘণ্টায় বৃষ্টিতে ঢাকাসহ আরও ছয় বিভাগ ভিজবে

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামসহ সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক
জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ
বৃষ্টি হতে পারে। অফিস বুলেটিন।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি
সেলসিয়াস এবং মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে আজ সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *